অসময়ের ডাক
ছন্দা দাশ
অনঙ্গ বৌ, অনঙ্গ বৌ
পেছন বাড়ির ডাক
শুনিসনে আর, দুঃখ পাবি
যা গেছে তা যাক।
অনঙ্গ বৌ, অনঙ্গ বৌ
চোখ কেন তোর ভিজে?
ভুলেই গেছিস,দোর দিয়েছিস
তোর হাতে তুই নিজে।
অনঙ্গ বৌ, অনঙ্গ বৌ
জীবন নদীর বাঁকে,
এসব কথা চিরদিনই
রক্ত গোলাপ আঁকে।
অনঙ্গ বৌ, অনঙ্গ বৌ
বাজছে ছুটির বাঁশি
হয়নি বলা তোকে আজ ও
ভীষণ ভালোবাসি।