অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি-মিনহাজ সাদ্দামের বিশ্ব শিক্ষক দিবসে একটি কবিতা “শিক্ষাগুরু..”

269
মিনহাজ সাদ্দামের বিশ্ব শিক্ষক দিবসে একটি কবিতা “শিক্ষাগুরু..”

শিক্ষাগুরু…
মিনহাজ সাদ্দাম।

জন্ম নিলাম পৃথিবীতে
মা বাবার বুকেতে
শিশুকাল যে কেটেই গেল
হাসতে আর খেলাতে।

বয়স যখন পাঁচ আমার
বাবার হাতটি ধরে
পা রাখলাম নতুন ঘরে
আলোর খোঁজ নিতে।

সেথায় ছিল আলোর যাত্রী
মশাল হাতে নিয়ে
তার বিশুদ্ধ আলো দিয়ে
জীবন গড়ে দিতে।

বাবা মায়ের ঘরের পরেই
পেলাম নতুন ঘর
সেথায় আমার সবাই আপন
কেহ নয়তো পর।

দিন রাতের এক অংশে থাকেন
ঘরে বাবা- মা
আর এক অংশে থাকেন পাশে
বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকা।

জীবন চলার পথে তাঁরা
স্বপ্ন গড়ার কাণ্ডারি
সৎ চরিত্রের ভালো মানুষ
শিক্ষা দেন তারাই।

তাঁদের কাছেই প্রথম পাওয়া
ভবিষ্যৎ এর অনুচ্ছেদ
শিখতে পাওয়া এই জগতের
কোনটি ভালো কোনটি ছেদ।

বড় হওয়ার মূলমন্ত্র
তাঁরাই বহন করেন
তাঁদের গড়া তৈরি পথেই
এগিয়ে নিয়ে আসেন।

বাবা -মায়ের পরেই হলো
তাঁদের সকল দাবি
বড় হয়ে এসব কথা
কে-ই-বা মনে রাখি।

শিক্ষক হলেন পরম বন্ধু
স্বপ্ন গড়ার কারিগর
ভালবাসি সব সময়ই
না থাকি পাশে জীবনভর।

যেথায় থাকেন যেভাবে থাকেন
শিক্ষাগুরু আমার
আপনার তরে বিনম্র সালাম
অজস্র হাজারবার।

বিঃদ্রঃ পান্ডুলিপি সংরক্ষিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here