সাহিত্যের অন্যতম সারথি-নাসরীণ রীণার ভিন্নধর্মী কবিতা “পর্ব_নবান্ন”

262
নাসরীণ রীণার ভিন্নধর্মী কবিতা “পর্ব_নবান্ন”

পর্ব_নবান্ন
কলমে-নাসরীণ রীণা

ভোর বিহানে গাঁ’র কৃষাণে
কাস্তে লয়ে মাঠে,
হলুদ বর্ণের যেন স্বর্ণের
পাকা ফসল কাটে।
জাগলো সাড়া সকল পাড়া
নতুন ধানের গন্ধে,
বউ-ঝিয়েরা ভানছে বারা
হেসে-খেলে আনন্দে।
ঢেঁকির পাড়ে গতর নাড়ে
গুঁড়ি কুটার ধুম,
নতুন চালের পর্ব কালের
অপেক্ষায় নেই ঘুম।
ফিরনি-পায়েস মিটিয়ে খায়েস
খায় পাড়ার সকলে,
আত্মীয়-স্বজন পরিবার-পরিজন
বন্ধুরা সব মিলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here