কলমযোদ্ধা-চায়না পারভীনের কবিতা “কথা পথে পড়ে থাকে ”

312
-চায়না পারভীনের কবিতা “কথা পথে পড়ে থাকে ”

কথা পথে পড়ে থাকে
চায়না পারভীন

কখনোই দেখা হয়নি কথা হয়নি
একদিন তুমুল ঝগড়া তারপর বিচ্ছেদ ।
হয়তো দেখা হবে আশ্বিনের আদলে,কার্তিকের বদলে
রোদ থাকবে তুমুল ব্যস্ত।
পৌষের শীতে আনমনে চায়ের কাপে চুমুক দিতে ঠোঁট পুড়ে
শীতে পুরনো পাতাগুলো ঝরে পড়ে ।
আবার কোন এক ঋতুতে বা বর্ষায় গাছ হাসবে সবুজ গালিচায়
দেখা হবে কোন এক সন্ধ্যায় ।
বইয়ের স্টলে চায়ের দোকানে
কিংবা একটি রিকশাকে একসাথে দুজনের ডাক !
তখন তুমি বলবে,তুমি রিকশায় যাও ?
আমি বলবো আমি রিকশায় উঠি না ।
তাহলে যে রিকশা ডাকলে ?
ভুল করে, মানুষের এমন ভুল হয় !
হয়ে আছে কতশত ,
আমাদের প্রত্যেকের দুটি পা রিকশা ।
তাহলে আমরা নিজ নিজ রিকশায় হেঁটে চলি ।
অতঃপর জানতে চাওয়া কেমন আছো ?
এইতো বেশ আছি সুখ দুঃখ হাসি কান্না
সব গোপন করে আমরা সবাই বাঁচি ।
এক সময় নির্জনতা গলা চেপে ধরে
অনেক কথা বলার থাকে ,কথা বলা হয় না।
মন ডুকরে কাঁদে চোখে পানি ছল ছল
অজানা কথাগুলো পথে পড়ে থাকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here