“নিখোঁজ ”ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন কবি নাসরিন জাহান ।

789
“নিখোঁজ ”ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন কবি নাসরিন জাহান ।
কবি নাসরিন জাহান ।

নিখোঁজ

**********নাসরিন জাহান

মাঝেমাঝে হারিয়ে ফেলি নিজেকে —
কোথাও খুঁজে পাইনা–
আমার বারান্দায়, বেডরুমে এমনকি রান্না ঘরেও নেই আমি-
বুকশেলফে জমে থাকা ধূলার স্তর বলে দেয় আমার না থাকার কথা–
অগোছালো ওয়ারড্রব জানিয়ে দেয় আমার ছোঁয়া পায়নি সে বহুদিন।
ধুলোপড়া জানালার গ্রীল,ঝাপসা আয়না,
দেয়ালের কোণায় কোণায়
মাকড়শার জালের বাড়বাড়ন্ত বলে দেয় আমার অনুপস্থিতির কথা।
আমার নিখোঁজ সংবাদ কোথাও ছাপা হয়নি–
আমার সশরীর অবস্থান জানান দেয়নি কাউকে আমি যে দেশান্তরী–
আমার মন চলে গেছে কোন দূর পরবাসে–
কিসের টানে! কিসের মায়ায়! বিবাগী হলো মন, জানা নেই–
এখনো কতটুকু রয়েছি স্বগৃহে আর কতটুকু দেশান্তরী
হিসেব পাইনা কোন–
এভাবেই ঘরেবাইরে কেটে যাবে হয়তোবা–
গৃহী হবোনা আর, এই মন গৃহী হওয়ার নয়–
সে শুধু দেশান্তরে, দূর সুদূরে ঘুরে ফিরে হাওয়ার সাথে
মেঘের সাথে, রোদের সাথে, জোৎস্না মাখা চাঁদের সাথে-
কিংবা ঘোর অমাবস্যায় অজানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here