“দুই জগত ”কবিতাটি মরণের পর কি হতে পারে তাই নিয়ে একটা ভিন্নমাত্রিক কবিতা প্রকাশ করেছেন কবি রুমকি আনোয়ার – যা অনেক কে ভাবতে শেখাবে ।

1674
“দুই জগত ”কবিতাটি মরণের পর কি হতে পারে তাই নিয়ে অসাধারণ ভাবনার প্রকাশ করেছেন কবি রুমকি আনোয়ার
কবি রুমকি আনোয়ার

দুই জগত

            রুমকি আনোয়ার

জীবনের মাঝে মৃত্যুকে ধারণ করা কঠিন কিছু নয়
এই যেমন কবর থেকে উঠে এলাম –
সাদা কাফনে কিছু হাড়গোড়
চোখের কোটরে আরশোলার অনায়েস প্রবেশ ,
নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করছে
কিছু অচেনা বাতাস ।
ভাদ্রের রৌদ্দুর বাদামি খুলিতে
উনুনে রান্না চড়িয়েছে যেন ।
পরিচিত মানুষ গুলোরে খুঁজে ফিরি
অপরিচিত মানুষগুলোর নিঃশ্বাস
আমার ক্ষয়ে যাওয়া পাঁজরে
কিছু উষ্ণতার পরশ বুলিয়ে গেলো ।
এই তো সেই বটবৃক্ষ
আমার আশৈশব কেটেছে সেখানে
পাশে উদ্যাম নদী আজ ক্ষীণ ধারায় প্রবাহমান
শৈশবের ঘ্রাণ নিতে মড়মড়ে করগুলো জল ছুলো –
কোন স্মৃতি ফিরে এলো না
মৃতের স্মৃতি থাকতে নেই ।
খসে পড়া কিছু পাতা –
পায়ের অস্থিসন্ধি মাড়িয়ে যেতে পারলো না
জলের বুকে আমার কোন ছায়া নেই
ছায়াহীন মানবী ।
কিছু আউলা বাতাস আমাকে কাঁপিয়ে দিয়ে গেলো
গীর্জার ঘন্টা ধ্বনি ডং ডং ডং
এ যে কবিতা লেখার সময়
ফের জীবিত হয়ে ফিরে আসলাম ।।

Content Protection by DMCA.com

5 COMMENTS

  1. দুই জগত ___ রুমকি আনোয়ার
    এক কবি বলেছেন” জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন” ।
    আর এক কবি বললেন ” জীবনের মাঝে মৃত্যুকে ধারন করা কঠিন কিছু নয় ।” দুয়ের মাঝে খুব বেশী তফাৎ আছে কি ?
    আমরা তো রোজ পলে পলে মরি ,আবার বেঁচে উঠি । মৃত্যু কে খুব কাছে থেকে দেখেও জীবনের মায়ায় আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here