ফাল্গুনের জন্ম তিথিতে সেরা মনোনীত কবিতাটি প্রকাশ পেলো ফাল্গুন দুহিতা রুমকি আনোয়ারের অনুমতিতে কবি -দীপক রায় এর কবিতা “নীল জোছনা লেহন”

633
কবি -দীপক রায় এর কবিতা “নীল জোছনা লেহন”
কবি -দীপক রায়

নীল জোছনা লেহন

                                দীপক রায়

লীলাবতী, তুমি কি এখনো
রোজ রাতে সুগন্ধি মাখো?
ডিনার টেবিলে থাকে কি কাটলেট, শিককাবাব
মাথার খুলির সুস্বাদু ডিশ্, দৃশ্যমান ছুরি?

শ্যাম্পেনের উদগার ঠেলে এখনো কি উগরে ওঠে
লোপাট প্রেমের গন্ধ, অশ্লীল রেওয়াজ
নিষিদ্ধ রাত্রির ভ্রষ্টতা?
নষ্ট নিয়মে যারা দুঃসহ মুহুর্মুহু ভাঙে ;

ভেঙে যেতে থাকে বেয়াকুব হেমন্তের জলজ হিংসায়
তাদের গেরস্থালীশূন্য ঘর, হেঁটে হেঁটে
ক্রমশ জনচিহ্নহীন হয়ে যায় —-
নাভির জাতকগুলো ভঙ্গিল পর্বতের ঢাল বেঁয়ে

নিরাশঙ্ক উপত্যকা খোঁজে!
লীলাবতী, নীলবন্ধি জোছনার এই
নীললেহন ভার্চুয়াল লীলাখেলা , দে
খতে দেখতে রাতে ঘুম হয় না ;

সসাগরা ধরিত্রীর কল্পিত ছায়া
ঘুম কেড়ে নিয়ে, নিঃশ্বাস রুদ্ধ করে ঘুমায়!!

Content Protection by DMCA.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here