“বসন্ত” অনন্য সৃষ্টি কবিতা লিখেছেন প্রতিভাধর কবি শাহনা রহমান।

450
“বসন্ত” অনন্য সৃষ্টি কবিতা লিখেছেন প্রতিভাধর কবি শাহনা রহমান।
কলমযোদ্ধা কবি_শাহনা রহমান

বসন্ত

       শাহনা রহমান

কাঞ্চনের রূপ দেখে
নেশা জাগে মনে
বসন্ত এসে গেছে
গুনগুন বনে
কুহুকুহু সুরে কোকল
গান গেয়ে যায়
পাপিয়া দোয়েলও যে
গলা ছেড়ে গায়
পলাশ শিমুল আর
অশোকের রূপ
বিস্ময়ে ভ্রমর যেনো
হয়ে যায় চুপ।
মৌ মৌ গন্ধমাখা
মাতাল বাতাস
ময়ূরকণ্ঠী রঙে
সেজেছে আকাশ
হলুদ সরষে ফুল
মাঠের বুক
সবুজের সাথে মিশে
রয়েছে সুখে
পাগল বসন্ত, ভাই
দিয়ে যায় ডাক
জেগে ওঠে বাংলা
হয়ে হতবাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here