ওপার বাংলার সাম্যবাদী জীবন দর্শনের কবি গৌতম নাথের কলমে ”এ সময়ের বার্তা”

715
ওপার-বাংলার-কবি-গৌতম-নাথের-এ-সময়ের-বার্তা

এ সময়ের বার্তা

                            গৌতম নাথ

মাটিতে মাটিতে লেখা বিদায়ের কথা ,
জানা নেই আর কত প্রস্থান।
জাহাজ ডুবছে আজ অতল সাগরে ,
এমন দিনেই হোক সাবেক উঠান।

উবে যাক আজ যত জল বিভাজন,
বিয়োগ যা সবই তো আমাদের।
বন্ধু হয়েই চলো ঝড় সামলাই ,
রক্তের একই রঙ সকলের।

ভুলে গিয়ে আজ সব জমির দখল ,
আকাশকে করে নেই ছাদ।
সারাটা পৃথিবী হোক এক ঠিকানা ,
উড়ে যাক চিরকুটে সব মতবাদ।

মানুষ হয়েই যদি জন্মেছিলাম ,
জীবন বিষিয়ে দেবে কোন সে তফাৎ ?
নেহাতই যদি কেউ জাত সামলায়
উড়ো কোনো মতলবি সে নির্ঘাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here