“ঝড়”কবিতাটি লিখেছেন ভারত থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_রুনা দেব চৌধুরী।

691
“ঝড়”কবিতাটি লিখেছেন ভারত থেকে সভ্যতা গড়ার অন্যতম সারথি কবি_রুনা দেব চৌধুরী।

ঝড়

                  রুনা দেব চৌধুরী

জানালাটা খোলাই ছিল ,
উদাসভাবে দেখছিলাম
ভরা গ্রীষ্মের এক অপরাহ্নের
পরিচ্ছন্ন আকাশটাকে ।
অভ্রনীল তার রং
মাঝে মাঝে তুলোরমতো জমা হওয়া
পুঞ্জীভূত সাদা মেঘ
ভেসে বেড়াচ্ছে সারা আকাশ জুড়ে ,
কোথাও নেই কোনো কালো মেঘের অবস্থান ।
হঠাৎ কোথা থেকে শুরু হলো
দমকা হাওয়া , ঝড়ের দাপট ,
সঙ্গে আলোর ঝলকানি ,
আর মেঘের গর্জন ।
এক নিমেষে ওলট পালট
হয়ে গেল প্রকৃতির স্নিগ্ধতা,
উধাও হয়ে গেল ভেসে থাকা সাদা মেঘ ।।
ঝড়ের দাপট আছড়ে পড়লো
আমার খোলা জানালায়,
এক লহমায় আঁধার
হয়ে গেল চারিদিক ,
ধুলোর মোটা আস্তরণে ঢাকা পড়ে গেলো আমার চোখ ।
বেশ দেখছিলাম ঝোড়ো হাওয়া —–
অনুভব করছিলাম এক মনোরম অনুভূতি।
কিন্তু অবাধ্য বাতাস তাতে সাধলো বাধ ,
বাধ্য করলো সরিয়ে দিতে
জানালার কাঁচ।
ভেতর থেকে দেখছিলাম
শুধু ঝড়ের তান্ডব ——
যে তান্ডবে ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি
ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ জীবন ..
শুধু দেখলাম ,
অনুভব করলাম কতটা ????
সে বুঝিনি
কিন্তু———-
মনের ভেতরের ‘ ঝড় ‘
যেটা দেখা যায় না
ঢাকা থাকে হৃদয়ের গভীরে
অনুভব করা যায় তার
” সবটুকু ” ——–

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here