“পানতুম”কবিতার ছন্দে করোনা মুক্তির প্রার্থনা কলমযোদ্ধা_ হামিদা আনজুমানের কলমে কবিতা “অপেক্ষা”

1504
"পানতুম"কবিতার ছন্দে করোনা মুক্তির প্রার্থনা কলমযোদ্ধা_ হামিদা আনজুমানের কলমে কবিতা'' অপেক্ষা''

অপেক্ষা

   হামিদা আনজুমান

অপেক্ষায় কেটে যায় অলস প্রহর
সুনসান নিরবতায় ঘুমে দশদিক
কবে যে ফিরবে দিন ব্যস্ত শহর
দুচোখে আকাশ নীল হাসবে ঠিক!

সুনসান নিরবতায় ঘুমে দশদিক
ভয় শুধু করে তাড়া আজ অনুক্ষণ
দুচোখে আকাশ নীল হাসবে ঠিক!
মনের পিঞ্জরে কাঁদে গোপনে মন।

ভয় শুধু করে তাড়া আজ অনুক্ষণ
জীবিকার তাগিদে ভাঙ্গে স্বপ্নজাল
মনের পিঞ্জরে কাঁদে গোপনে মন
ছিন্নমুল জনেরাই ভাসে চিরকাল।

জীবিকার তাগিদে ভাঙ্গে স্বপ্নজাল
সম্মুখ সমরে লড়ে যারা বীর
ছিন্নমুল জনেরাই ভাসে চিরকাল
হে খোদা রেখো উঁচু তাদেরই শির।

সম্মুখ সমরে লড়ে যারা বীর
দুহাত তুলে বলি হে দয়াময়
হে খোদা রেখো উঁচু তাদেরই শির
জীবন বাঁচাও কর করোনা রে ক্ষয়।

দুহাত তুলে বলি হে দয়াময়
কবে যে ফিরবে দিন ব্যস্ত শহর
জীবন বাঁচাও কর করোনা রে ক্ষয়
অপেক্ষায় কেটে যায় অলস প্রহর।

Content Protection by DMCA.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here