কলমযোদ্ধা_ শংকরী সাহা এর কলমে কবিতা “বিশ্ব ভূ-খণ্ড ”

384
কলমযোদ্ধা_ শংকরী সাহা এর কলমে কবিতা “বিশ্ব ভূ-খণ্ড ”

বিশ্ব ভূ -খণ্ড

           শংকরী সাহা

বিশ্বমাতার ভূ- খণ্ডের ধুলিতে,
হবে একদিন সকলকে শোধরাতে….!
বিশ্বমাঝে চলে পাপ কর্ম
অন্যায় অত্যাচার পাপীর ধর্ম
চুরি ছিনতাই মারামারি নিত্যকর্ম,
দিনদিন করে সবুজ বৃক্ষ ধ্বংস…..!
আছে যতো পৃথিবীতে কংস।
কখনো করে না বৃক্ষ রোপণ
শুধু শোনে প্রকৃতির রোদন,
বিশ্বমাঝে এ কোন সমন
নদীর উপর করে অত্যাচার
নদী মাতৃক দেশ সবার….
দিনদিন নদী করছে ভরাট,
নিত্য নোংরা আর্বজনা ফেলে
নদীর জল হচ্ছে দুষিত।
প্রকৃতির ধ্বংসে মানবতার বিনাশ….!
মানুষ আজ ধ্বংস নীলায় ভষ্মীভূত,
অন্যায় অত্যাচার হত্যা কাণ্ড অবিরত।
মানুষের রক্ত নদীর জলে মিশ্রিত
নদীতে দেয় লাশের উপহার
কান পেতে শোন লাশের চিৎকার
মরা দেহগুলো টেনে হেঁচড়ে
খায় শিয়াল শকুন,
দুর্বিষহ র্দুগন্ধে প্রকৃতি দুষণ
ঝোঁপঝারে যেন লাশের পাহাড়,
নিরহ মানুষকে করে লাশে রূপান্তর,
পৃথিবী পারে না বইতে পাপের ভার……!!!
একদিন মেটাতে হবে পাপের ফল,
পেতে হবে শাস্তি করতে হবে প্রায়শ্চিত্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here