স্পর্শ
নাসরিন জাহান মাধুরী
চেতনায় কিংবা অবচেতনে
সময়ে কিংবা অসময়ে
অভিমানে কিংবা অবহেলায়
নির্নিমেষ অহংকারে
হৃদয়ের অধিগ্রহণে
মন খারাপের দরোজায়
ভালোলাগার ত্রিসীমানায়
যে প্রিয় মুখ ফিরে আসে বারবার
তার সাথে হয়নি দেখা বহুকাল
বহুকাল হয়নি কথা
হাটিনি এক সাথে পথ বহুদূরে
কুড়াইনি ঝরা বকুল
হাসিনি চোখে রেখে চোখ
তার পরেও হেটে চলি অবিরত
কুড়াই শুকনো বকুলগুলো
কথা বলি অনর্গল
হাসিগানে মুখরিত
নিঃশব্দে অভিমানে
চোখেচোখ হাতে হাত
অস্পর্শীয় স্পর্শে….