শ্রদ্ধা,ভালোবাসা,বেদনায় বঙ্গবন্ধুকে স্মরণে কলমযোদ্ধা–শারমিন আ-ছেমা সিদ্দিকী লিখেছেন কবিতা“বঙ্গবন্ধু”

573
কলমযোদ্ধা–শারমিন আ-ছেমা সিদ্দিকী লিখেছেন কবিতা“বঙ্গবন্ধু”

বঙ্গবন্ধু

       শারমিন আ-ছেমা সিদ্দিকী

স্বাধীনতার মহান স্থপতি তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি থাকবে চির অক্ষয় যতোদিন
থাকবে পদ্মা মেঘনা যমুনা বহমান।

৭ মার্চ করলে তুমি বঙ্গবন্ধু
সমস্ত কর্মসূচির ঘোষণা
তোমারই আহবানে দিলো সাড়া সর্বস্তরের জনগণের চেতনা।

ইয়াহিয়া খানের নির্দেশে শুরু হয় অপারেশন সার্চলাইট ২৫ মার্চ
দেশরক্ষায় করলে তুমি তাই স্বাধীনতার ঘোষণা ২৬ মার্চ।

তোমার নেতৃত্বে শুরু হয় ঐতিহাসিক মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত বাঙালি
ঝাঁপিয়ে পরে হয়ে ক্ষুব্ধ।

অবশেষে তুমি ছিনিয়ে আনলে সোনার বাংলাদেশ
১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যে
যুদ্ধ হলো শেষ।

বঙ্গবন্ধু তোমার অবদান কোনদিনও
কভু নাহি যাবে ভুলা
তুমি আমাদের জাতির জনক তুমিই বাংলার প্রদীপ জ্বালা।

Content Protection by DMCA.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here