কবি শারমিন সিদ্দিকীর কলমে বর্ষবরণের কবিতা“বৈশাখের আগমন”

1131
বৈশাখের-আগমন-শারমিন-সিদ্দিকী

বৈশাখের আগমন

                        শারমিন সিদ্দিকী

ভোরের স্নিগ্ধ আলো উঁকি দিয়ে
আমাকে এসে চুপিসারে বলল,
শোন হয়েছে কাল বসন্তের বিদায়
আজ বৈশাখকে শুভ বলো।

আমি এসেছি আজ তোমাদের কাছে
দিব নানা রঙে রাঙিয়ে ,
একটু বরণ করে তোমরা
নাও না আমায় সাজিয়ে।

মন মাতানো হাওয়া দিব,
দিব কড়া রোদ,
কৃষকের ঘরে ফসল দিব
ভারাবে মন প্রমোদ।

ধানের ক্ষেতে ডাহুক পাখি
শোনাবে তবে গান,
বৃষ্টি হলেই ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
ধরবে সাথে তান।

জোনাকিরা সব করবে কুজন
আঁধার কালো রাতে,
তারই সাথে শিউলি ফুল
সুবাস ছড়াবে প্রাতে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here