মীর ফারুক; যশোর জেলা প্রতিনিধি: যশোর শংকরপুর বাবলাতলা এলাকা থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে। পুলিশের ধারনা নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী ছিলেন, মাদক বেচাকেনা নিয়ে প্রতিপক্ষের সাথে গোলাগুলিতে তিনি নিহত হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫ কেজি গাজা উদ্ধার করেছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) ভোরে যশোর শংকরপুর বাবলাতলা এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
যশোর মডেল থানার (ওসি) অপুর্ব হাসান বলেন শনিবার ভোরে দিকে খবর পায়,শংকরপুর বাবলাতলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্য গুলা গুলি চলছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠায়,পুলিশ ঘটনাস্থলে গেলে অন্যরা পালিয়ে যায়।
সেখান থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ ও গাজা উদ্ধার করে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
নিহতের ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।