খেলাধুলা ডেস্ক: গেল জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ম্যাচ খেলে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল বাংলাদেশকে। প্রথম ম্যাচে তো ৪৩ রানে অলআউট হবার পর ২১৯ রানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। পরের ম্যাচেও ১৬৬ রানের হার।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রতিশোধের বিষয়টি সাকিব আল হাসানের সামনে তুলে ধরা হয়েছিল। যদিও বাংলাদেশ অধিনায়ক জানিয়েছিলেন র্যাংকিংয়ের বিষয়টি তার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে।
ম্যাচের তৃতীয় দিন আজ শনিবার (২৪শে নভেম্বর) ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রানেরই গুড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৬৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
টাইগারদের হয়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব ও মেহেদী হাসান মিরাজ তুলে নেন দুটি করে উইকেট।
সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬২ বলে ৪৩ রান করেছেন সুনীল অ্যামব্রিস। শেষ দিকে জোমেল ওয়ারিকান ৫৫ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হন।