দৈনিক আলাপ ওয়েবডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত বিমান বাহিনীর এফ-৭ বিজি জেট ফাইটার বিমানের নিহত পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপুর প্রথম জানাজা তার নিজ গ্রাম পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় পাবনা জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, পৌর মেয়র আবুল কালাম আজাদ সহ নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ নেন। নিহত উইং কমান্ডার আরিফের সহকর্মী উইং কমান্ডার তৌহিদ এবং চাচাতো ভাই আব্দুল লতিফ এ সময় বক্তব্য রাখেন।
জানাজা শেষে উইং কমান্ডার আরিফের মহদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়। স্বশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু পাবনার ঈশ্বরদী উপজেলার মৃত আফজাল হোসেন বিশ্বাসের একমাত্র পুত্র। শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন তিনি।