সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের মাঝে নির্বাচনী প্রতীক প্রদান করেন।
সকালে যশোর-৩ (সদর) আসনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন। বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষ প্রতীক সংগ্রহ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
দুপুরে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুর আওয়াল বলেন, যশোরের ছয়টি আসনের ৩৭ জন প্রার্থীর সবাই প্রতীক সংগ্রহ করেছেন।
যশোর-১ (শার্শা) আসনে প্রতীকপ্রাপ্তরা হলেন, শেখ আফিল উদ্দিন- নৌকা, মফিকুল হাসান তৃপ্তি- ধানের শীষ, বকতিয়ার রহমান- হাতপাখা এবং সাজেদুর রহমান- গোলাপফুল।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে মে. জে. (অব.) নাছির উদ্দিন- নৌকা, আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন (জামায়াত)- ধানের শীষ, বিএম সেলিম রেজা (বিজেপি)- কাঁঠাল, মো. আসাদুজ্জামান- হাতপাখা, মো. আলাউদ্দিন (বাসদ)- মই, ফিরোজ শাহ (জাতীয় পার্টি)- লাঙল এবং এম. আছাদুজ্জামান- (গণফোরাম) উদীয়মান সূর্য।
যশোর-৩ (সদর) আসনে কাজী নাবিল আহমেদ- নৌকা, অনিন্দ্য ইসলাম অমিত-ধানের শীষ, মনিরুজ্জামান- গোলাপফুল, জাহাঙ্গীর আলম- লাঙল, সৈয়দ বিপ্লব আজাদ- (জেএসডি)-তারা ও মারুফ হাসান কাজল-(বিকল্পধারা)- কুলো।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে রণজিতকুমার রায়- নৌকা, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব- ধানের শীষ, অ্যাডভোকেট জহুরুল হক- লাঙল, লে. ক. (অব.) শাব্বির আহমেদ-(বিজেপি)- কাঁঠাল, নাজমুল হুদা-হাতপাখা, লিটন মোল্যা- গোলাপফুল, নাজিমুদ্দিন আল আজাদ (বিকল্পধারা) উদীয়মান সূর্য এবং মোহাম্মদ আলী জিন্নাহ-(ন্যাশনাল পিপলস পার্টি)-আম।
যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বপন ভট্টাচার্য- নৌকা, মুফতি ওয়াক্কাস-(জমিয়তে উলামায়ে ইসলাম)- ধানের শীষ, এমএ হালিম- লাঙল, নিজামুদ্দিন অমিত- (জাগপা)- হুক্কা, ইবাদুল ইসলাম খালাসি- হাতপাখা, কামরুল হাসান বারী (স্বতন্ত্র)- ট্রাক এবং রবিউল ইসলাম- গোলাপফুল।
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসমাত আরা সাদেক- নৌকা, আবুল হোসেন আজাদ- ধানের শীষ, আবু ইউসুফ বিশ্বাস- হাতপাখা, অ্যাড. মাহবুব আলম বাচ্চু- লাঙল ও সাইদুজ্জামান- গোলাপফুল।