মাদারীপুর প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার (২১শে ডিসেম্বর) সকাল আটটার দিকে এই নৌ চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার (২০শে ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার কারণে নৌ পথের দিকনির্দেশনামূলক বাতি দেখা যাচ্ছিল না। তাই কর্তৃপক্ষ ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়। পরে সকাল আটটার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক ফারুক আহম্মেদ ফেরী চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।