কুষ্টিয়ায় জগো বাহিনীর প্রধানের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন

423
আদালত
প্রতীকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে জগো বাহিনীর প্রধান জগোর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে এই মামলায় ১১জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বানিয়াপাড়া এলাকার নফছের আলী ছেলে জাগো (৩০)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার সোনাইডাঙ্গা এলাকার বদর উদ্দিনের ছেলে ইলাম মন্ডল ওরফে কালু (৩২), বৃত্তিপাড়া এলাকার মনোয়ার মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩০), গজনবীপুর এলাকার মৃত আলম ফকিরের ছেলে বাদশা ওরফে বাশি মন্ডল (৩৮), দেড়িপাড়া এলাকার তোয়াক্কেল জোয়াদ্দারের ছেলে আলিম ওরফে ঝড়ো (৩৮), বারুইপাড়া এলাকার আফাজ সর্দারের ছেলে আমিরুল ইসলাম (৩৫), উজানগ্রাম এলাকার মোনাউল্লাহর ছেলে বাবলু (৪০), বারুইপাড়া এলাকার মৃত তাইজাল হোসেনের ছেলে রহমত ওরফে সাইদুল (২৬), একই এলাকার ইজ্জত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), ইয়ার আলীর ছেলে আলী হোসেন (২৫), আব্দুল মজিদ মন্ডলের ছেলে আসাদুল (২১) এবং বৃত্তিপাড়া এলাকার সামসুলের ছেলে ইউনুচ (৩৫)।

রায় ঘোষণাকালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম, আলিম ওরফে ঝড়ো, বাবলু, সাইদুল, মিজানুর রহমান, আলী হোসেন, ইউনুচ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জগো পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ অক্টোবর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বারুইপাড়া মিনি ক্যানেল পাড়ে জবাই করে হত্যার পর দেহ থেকে মাথা আলাদা করে সেখানকার ব্রিজের রেলিং এর উপরে রেখে সন্ত্রাসীরা চলে যায়।

এ ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পরদিন ২৪ অক্টোবর একটি মামলা দায়ের হয়। মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করেন ইবি থানা পুলিশ।

মামলার রাষ্ট্রপক্ষের কৌসুলী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দীর্ঘ বিচারকার্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এবং দুই আসামির জবানবন্দীতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাহীতভাবে প্রমাণিত হওয়ায় এ আদেশ প্রদান করেন আদালত। সেই সাথে প্রত্যেক আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here