দৈনিক আলাপ ওয়েবডেস্ক: রাতের আধারে ঢাকা থেকে পালিয়ে টাঙ্গাইলের বাসাইলে গ্রামের বাড়িতে আসা ৮ সদস্যের দুই পরিবারের একটি বাড়িকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার স্বপ্না বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
জানা যায়, আতিকুর রহমান লতিফ এবং তার ভায়রা ওসমান আলী দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদের বাসাসহ ওই এলাকা লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। লতিফ এবং তার ভায়রা লকডাউন অমান্য করে সোমবার রাতের আধারে অ্যাম্বুলেন্স ভাড়া করে গ্রামের বাড়িতে এসে আশ্রয় নেয়। বিষয়টি স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে বিকেলে বাড়িটি লকডাউন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামসুন্নাহার স্বপ্না জানান, ওই পরিবার ঢাকার লকডাউন হওয়া এলাকা থেকে এসেছে। তাই ওই পরিবারকে ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে । এ সময়ে পরিবার দুটোর খাবার, ওষুধ এবং জরুরি প্রয়োজনে ইউপি চেয়ারম্যানকে জানাতে বলা হয়েছে।