কসবায় আইনমন্ত্রীর উপস্থিতিতেই দুই মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

495

দৈনিক আলাপ ওয়েবডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (৫ মার্চ) কসবা উপজেলায় স্মার্ট বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে গিয়েছিলেন আইনমন্ত্রী। দীর্ঘ ১ বছর পর নিজের নির্বাচনী এলাকায় উপস্থিত হয়েছেন তিনি।

সংঘর্ষের সময় বক্তব্য রাখছিলেন আইনমন্ত্রী। পরে ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদস্থলে চলে যান তিনি। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, স্মাট কার্ড বিতরণের সময় হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা রূপ নেয় বড় সংর্ঘর্ষে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here