হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই । জানাজা সন্ধ্যা সাড়ে ৭টায়

203

দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ  হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় স্ট্রোক করেন। সেখান থেকে শহরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উল্লেখ্য, ৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ এই আলেম দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। তাঁর জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়। এরপর ফটিকছড়ির বাবুনগরে তাঁর মরদেহ দাফন করা হবে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here