পিরোজপুরে নির্বাচনী সংঘর্ষে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

195

দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার মধ্যে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ফয়সাল মাহবুব শুভ (৩২) পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক। সংঘর্ষে আহত সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান সিকদারকেও খুলনায় পাঠানো হয়েছে।

আজ রোববার বিকেলে সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মো. তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী সভা ছিল। সভা থেকে নেতা-কর্মীরা ফিরে যাওয়ার সময় স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়।

শুভ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। তিনি জানান, নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রানা সাহা।

এ ঘটনার পর রাতেই পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here