দৈনিক আলাপ ওয়েবডেস্ক: আজ মঙ্গল বার(০১/০৩/২০২২ইং ) কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলায়“পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের” অবহিতকরন সভা দুপুর ১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
উত্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা ।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী নির্বাহী অফিসার , কিশোরগঞ্জ সদর উপজেলা ।
মনিরা খানম উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর , কিশোরগঞ্জ সদর উপজেলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে ।
এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর পক্ষে প্রশিক্ষণ পরামর্শক কাজী মুশফিকুল ইসলাম প্রকল্পের প্রকল্পের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপনা করেন ।
অবহিতকরন সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান বলেন, নিরাপদ পানির সহজলভ্যতা সাধারন জনগনের স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক। মানুষের ব্যবহার্য পানি হওয়া উচিৎ নিরাপদ ও বিশুদ্ধ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার , জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, প্রকল্পের যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও সাধারন জনগনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ পানি পান নিশ্চিতকরন করতে হবে । তিনি জোর দিয়ে বলেন তদারকি ও সহযোগিতা করবেন ।
অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান দুই জন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন আরও অনেকে।
সার্বিক ব্যবস্থপনায় ছিলেন এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ প্রশিক্ষণ পরামর্শক আশিকুর রহমান।