বাংলাদেশ দূতাবাসের কর্মীরা যে কারণে সুদান ছাড়ছেন না .

141

দৈনিক আলাপ আন্তর্জাতিক ডেস্ক: সুদানে চলমান সংঘাতের কারণে রাজধানী খারতুম থেকে কূটনীতিকসহ নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সেখানে থেকে বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন দূতাবাসের কর্মীরা।

গত ১৫ এপ্রিল খারতুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক মোহাম্মদের বাসা আক্রান্ত হয়, আঘাত হানে মেশিনগানের গুলি। এক সপ্তাহ পর গত শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেয়াল ভেদ করে আবারও ঢুকে মেশিনগানের গুলি।

এ অবস্থায় তারেক মোহাম্মদ ও দূতাবাসের কর্মীরা বর্তমানে খারতুম থেকে ২৪০ কিলোমিটার দূরের মাদানি শহরে অবস্থান করছেন। সেখান থেকে তারা বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠানোর কাজ করছেন।

তারেক মোহাম্মদ গণমাধ্যমকে জানান, সুদান ছাড়তে আগ্রহী একজন বাংলাদেশিকে না সরিয়েও এলাকা ছাড়তে চান না তিনি। ইতোমধ্যে মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়েছেন।

যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এদিকে সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃংখলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে কীভাবে, কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম।

বাংলাদেশি নাগরিকদের সরানোর প্রক্রিয়া শুরু
সুদানের পরিবেশ সহসাই উন্নতির দিকে যাচ্ছেন না বলে মনে করেন তারেক মোহাম্মদ। বাংলাদেশি এই কূটনীতিক জানান, আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কাজ করছে দূতাবাস।

ইতোমধ্যে বাংলাদেশিদের মধ্যে ফর্ম বিলি করা হয়েছে এবং তাদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য বাস ভাড়ার চেষ্টা চলছে।

কূটনৈতিক সূত্র জানায়, সুদান দেশে ফিরতে এখন পর্যন্ত চারশ’র বেশি বাংলাদেশি আগ্রহ প্রকাশ করেছেন। গত দুই দিনে সেখানে গোলাগুলি কিছুটা কমেছে। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রথম দফায় পাঁচশ’ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি চলছে। তাদের সৌদি আরবে সরিয়ে নিয়ে সেখান থেকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।

সুদান ছাড়ছেন কূটনীতিকরা
সুদানে চলমান সংঘাতের কারণে রাজধানী খারতুম থেকে কূটনীতিকসহ নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব, এশিয়ার বিভিন্ন দেশ এরইমধ্যে তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। এরমধ্যে নিজ দেশের নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কয়েকজন নাগরিককে সরিয়ে এনেছে সৌদি আরব।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সৌদি আরবের সাহায্য চেয়েছিলেন। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেনও তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছে।

এদিকে আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লড়াইরত সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী। দু’দফা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর আবারও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া ৭২ ঘণ্টার এ যুদ্ধবিরতি দু’দিনের আলোচনার ফল বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এর ফলে বিভিন্ন দেশের নাগরিকরা নিরাপদে সুদান ছাড়তে পারবেন বলেও আশা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির জন্য বিবদমান দু’পক্ষকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার সতর্ক করে বলেছেন, সুদানের সহিংসতা একটি মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে, যা পুরো অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি সুদানে যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিদেশি কূটনীতিকরা সুদান ছেড়ে যাওয়ায় দেশটির সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বর্তমান পরিস্থিতিতে কূটনীতিকরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ না করে সুদান ছেড়ে চলে যাওয়ায় সংঘাত আরও দীর্ঘ হতে পারে বলে শঙ্কা তাদের।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here