দৈনিক আলাপ ওয়েবডেস্ক: এসডিজি স্মার্ট ভিলেজ বাংলাদেশ এবং গ্লোবাল ফোরাম ফর সাসটেইনেবল রুরাল ডেভেলপমেন্ট (GFSRD)’র বাংলাদেশ প্রধান মুহাম্মাদ শরিফুর রহমান আজ উনিশ মে আফ্রিকায় কেনিয়ার উদ্দেশ্যে রওনা করেছেন।
কেনিয়ায় সফরকালে তিনি বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক ও কমিউনিটির সাথে বাংলাদেশ এসডিজি স্মার্ট ভিলেজ বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার করবেন।
তিনি আগামী অক্টোবরে সিমেক ইন্সটিটিউট অফ টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ও GFSRD’র যৌথ উদ্যোগে আয়োজিত ঢাকায় ‘ওয়ার্ল্ড রুরাল ডেভেলপমেন্ট কংগ্রেসে’ অংশগ্রহণের জন্য জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এসডিজি ১৭ টি লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বব্যাপী বেস্ট প্র্যাকটিশোনারদের আমন্ত্রণ জানাবেন।
মুহাম্মাদ শরিফুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশে ইউনিসেফ এর গবেষণা কার্যক্রম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এ কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আই ইউ বি এ টি) এর ইনস্টিটিউট অফ এসডিজি স্টাডিজ IISS এ প্রোগ্রাম কো-অর্ডিনেটর, স্কটল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান সাসটেইনেবল প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই চেইন SPSC’র বাংলাদেশ প্রধান এবং সিমেক ইন্সটিটিউট অফ টেকনোলজির ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের এসডিজি বিষয়ক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি বর্তমানে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় এবং ইউনিভারসিটি অব সানশাইন কোস্ট এর যৌথ অংশগ্রহণে বাংলাদেশে এসডিজি লোকালাইজেশন এবং ব্লু ইকোনমি বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।