টেকনাফ প্রতিনিধি: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারে সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬৫ জনকে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজমীর জানান, ট্রালারটি ৭০ জন রোহিঙ্গা ও ১০ বাংলাদেশিকে নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।