মীর ফারুক, যশোর (জেলা) প্রতিনিধি: বেনাপোল ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা গোপন সংবাদে অভিযান চালিয়ে পরিত্যক্ত ৫০০ পিচ ফেন্সিডিল জব্দ করে। তবে অভিযানে কোন পাচারকারীকে আটক করতে পারেনি।
সোমবার (৮ই অক্টোবর) ভোরে দিকে বেনাপোল সীমান্তে দৌলতপুর খালপাড় ফসলের মাঠ থেকে ফেন্সিডিল জব্দ করে বিজিবি সদস্যরা।
২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অধিনায়ক ইমরান সরকার বলেন আমরা গোপন সংবাদে জানতে পারি ফেন্সিডিল এর একটি চালান নিয়ে পাচারকারীরা দৌলতপুর মাঠে অবস্থান করছে।
এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৫০০ পিচ ফেন্সিডিল জব্দ করা হয়েছে। তবে পাচারকারী কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ফেন্সিডিল ২১ ব্যাটালিয়ন জমা দেওয়া হয়েছে।