দৈনিক আলাপ ওয়েবডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মোংলা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজের সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। করোনা-আক্রান্ত সন্দেহে ওই জাহাজের তিন নাবিককে জাহাজের ভেতরে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে ২৪ হাজার টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ ‘এমভি সেরেনিটাস এন’ মোংলা বন্দরে নোঙর করে।
ওই রাতেই করোনাভাইরাস শনাক্তকারী মেডিক্যাল টিম জাহাজটিতে প্রবেশ করে। তারা নাবিকদের শারীরিক অবস্থা পরীক্ষা করে জানতে পারেন, তিনজনের শরীরে ১০০ ডিগ্রির ওপরে তাপমাত্রা আছে।
জাহাজটির মোংলা বন্দরের স্টিভেটরস (মালামাল সরবরাহকারী) গ্রিন এন্টারপ্রাইজের সুপারভাইজার মো. মাহফুজুর রহমান জানান, রাতে করোনাভাইরাস শনাক্তকারী মেডিক্যাল টিম জাহাজে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করেন। তারা তিন নাবিককে আইসোলেশন ইউনিটে রাখতে বলেন। বৃহস্পতিবার সকালে পুনরায় চিকিৎসকদল ওই জাহাজে গিয়ে দেখেন যে, দুজনের শরীরের তাপমাত্রা কমেছে।
মোংলা বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা সুফিয়া খাতুন বলেন, বুধবার রাতে ‘এমভি সেরেনিটাস এন‘ বন্দরে আসলে আমরা করোনাভাইরাস শনাক্ত করতে জাহাজে প্রবেশ করি। জাহাজের তিন নাবিকের শরীরে ১০০ ডিগ্রির ওপরে তাপমাত্রা পাওয়া যায়। আমরা তাদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলি। বৃহস্পতিবার সকালে আবার পরীক্ষা করে দেখা যায়, দুজনের শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়েছে। আরেকজনের শরীরে কিছুটা জ্বর আছে। তারপরও তাদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। জাহাজে মালামাল ওঠানো-নামানো বন্ধ রাখতে বলা হয়েছে। নাবিক ও ক্রুদের জাহাজের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।