ঝিনাইদহে তিন বছরের শিশুকে কুপিয়ে খণ্ড খণ্ড

461
শিশু জান্নাতুন নেছা।
শিশু জান্নাতুন নেছা। ছবি: সংগৃহীত

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌ ঝিনাইদহে তিন বছরের এক কন্যা শিশু কুপিয়ে হত্যা করা হয়েছে। কুপিয়ে শিশুটির ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন ও পেটের নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোটচাঁদপুরের স্টেশন পাড়ায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

শিশুটির নাম জান্নাতুন নেছা। সে স্টেশন পাড়ার তোফাজ্জল হোসেন টুকুর মেয়ে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল আলম জানান, তোফাজ্জল হোসেনের বাসায় দুলাল নামে এক বৃদ্ধ ভাড়া থাকতো। প্রতিদিন তারা এক সঙ্গে নামাজ পড়তে মসজিদে যেতেন। আজও মাগরিবের নামাজ পড়তে তোফাজ্জল হোসেন ও দুলাল মিয়া এক সঙ্গে বের হন। পথে দুলাল পেট ব্যথার কথা বলে ফিরে আসে।

তোফাজ্জেল হোসেন নামাজ শেষে ফেরার পথে দেখন দুলাল চলে যাচ্ছে। বাড়ি ফিরে মেয়েকে না দেখে খোঁজাখুঁজি করেন। পরে দুলালের ঘরে মেয়েকে কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ দুলালকে আটকের চেষ্টা করছে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here