ভারত থেকে জীবনের কালবেলায় কলমযোদ্ধা-বিশ্বজিৎ করের আবেগ,অনুভূতি,উপলব্ধির কবিতা “আর কত?‘’

466

আর কত?
বিশ্বজিৎ কর।


আর কত ভালবাসলে আমি প্রেমিক হব!
আর কত কবিতা লিখলে আমি অহরহ ডাক পাব!
আর কত তেল দিলে আমি আলো জ্বালাতে পারব!
আর কত রাত জাগলে আমি কালপেঁচার সাথী হব!
আর কত অনুগত হলে আমি কৃপাদৃষ্টি পাব!
আর কত নিঃশেষ হলে আমি চিতার তাপ পাব!
আর কত কষ্ট পেলে আমি পাথর হতে পারব!
আর কত সহজ হলে আমি কাঠিন্যের ছবি আঁকব!
আর কত হাসতে পারলে আমি কাঁদতে পারব!

আর কত অপেক্ষায় আমি তোমাকে পাব!


বিশ্বজিৎ কর। কলকাতা। পশ্চিমবঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here