আটঘরিয়া প্রতিরিধি: দেবোত্তর ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস মোল্লার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আযোজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: সাইদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন দাতা সদস্য আলহাজ বাদশা মোল্লা, বিদ্যুসাহী ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, দেবোত্তর বাজার বণিক সমিকির সভাপতি ডা. হোসেন আলী বিশ্বাস, সাধারন সম্পাদক জুলফিকার হায়দার জুলি, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল, সহকারি অধ্যাপক আব্দুল হক, জয়োব্য সাহা প্রমূখ।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে দেবোত্তর ডিগ্রী কলেজের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক আব্দুস সামাদ।