
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে প্রতিযোগীতায় আটঘরিয়ার কয়রাবাড়ী আলোড়ন সংঘ পাবনা নতুন পাড়া ভলিবল ক্লাবকে ৩-১ সেটে পরাজিত করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসিম মোহাম্মদ সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজু আহম্মেদ, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান মাহমুদ, কয়রা বাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সম্পাদক মো. আ. সাত্তার। খেলা পরিচালনা করেন রাসু আহম্মেদ।