কবি-কবিতা হালদার এর কবিতা “শীতের বেলা”

597
কবিতা হালদার এর কবিতা “শীতের বেলা”

 শীতের বেলা

 কবিতা হালদার

শীত মানেই শিশির ভেজা সকাল

শীত মানেই পিঠা পায়েস চাদরে মোড়া বিকাল।

উত্তরের ঠান্ডা হাওয়া

বাড়ছে শীতের দাপট

জানালা দরজা বন্ধ করে মনটা উলটপালট।

সকাল হলেই মিষ্টি রোদে

মন ছুটে যায় বহু দূরে

নানান দেশে নানান মেলা

বাউল গানের সুরে।

নতুন ধানের মুড়কি হবে নলেন গুড়ের পিঠে

 ঠাম্মি দাদু উনোন জেলে গল্প শোনায় মিঠে।

শীত মানেই চড়ুইভাতি দেশ বিদেশে বেড়ানো

নিকানো আঙিনাতে ধানের

গোলা সাজানো।

শীত মানেই স্কুল ছুট দের নানান রকম খেলা

ছুটির দিনে সবাই মিলে কাটাবে সারাবেলা।

শীত আসে তার নিয়মই ঋতুর আঙিনায়

প্রিয়জন চলে গেলে পাই না খুজে এই দুনিয়ায়।

অতৃপ্ত মন খুঁজে ফেরে শীতের রোদ্দুর

যত পায় আরো চায় সেতো দূর বহুদূর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here