জাবি প্রতিনিধি: মঙ্গলবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ত্রিশের অধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক আবু জাফর মো. সালেহ। দশ-পনেরজন গুরুতর আহত শিক্ষার্থীকে সাভারে এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
তবে টেকনিকাল মেডিকেল অফিসার জাকারিয়া জানান, আহতের সংখ্যা কমপক্ষে অর্ধশত হবে। আহতদের অধিকাংশই আল বেরুনি হলের শিক্ষার্থী বলে জানা গেছে।
মারামারির সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়, মঙ্গলবার (২ অক্টোবর) রাত দশটার দিকে এক নারী শিক্ষার্থীকে মীর মশাররফ হোসেন হলের ৪৫ ব্যাচের দু’-তিনজন শিক্ষার্থী উত্যক্ত করে।
ওই নারী শিক্ষার্থী ফোন করে বিষয়টি আলবেরুনি হলের তার বন্ধুদের জানালে আলবেরুনি হলের ৪৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মীর মশাররফ হলের ওই শিক্ষার্থীদের কাছে বিষয়টি জানতে চান। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে রাত ১২টার দিকে মীর মশাররফ হোসেন হলের ৬০-৭০জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে আল বেরুনি হলে এসে হামলা চালায়। এসময় দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ঘণ্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।