আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে চীনা দূতাবাসের কাছে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। খবর এনডিটিভির।
করাচি পুলিশের ডিআইজি জাভেদ আলম ওধো সংবাদমাধ্যম ‘ডন’কে দুইজন পুলিশ নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।
তিনি সংবাদ সংস্থা এএফপিকে জানান, কমপক্ষে চার জন বন্দুকধারী চীনা দূতাবাসে প্রবেশের চেষ্টা চালায়। এতে বাঁধা দেয় নিরাপত্তা কর্মীরা। এক পর্যায়ে বন্দুকধারীরা গুলি চালালে পাল্টা আক্রমণ চালায় পুলিশ।
তৎক্ষণাৎ ২ জন পুলিশ নিহত এবং অপর একজন গুরুতর আহত হন।