আন্তর্জাতিক ডেস্ক: শারীরিক সম্পর্ক করতে হবে ভাসুরের সঙ্গে। দীর্ঘদিন ধরেই নাকি এমন প্রথা চালু হয়ে আসছে পরিবারের মধ্যে। উপায় না দেখে ওই পরিবারের এমন ঘটনার শিকার গৃহবধূ পুলিশের দ্বারস্থ হয়েছেন।
ওই গৃহবধূ অভিযোগ করে জানান, বিয়ের কয়েক দিন পর তাকে জানানো হয় ভাসুরের সঙ্গে তাকে শারীরিক সম্পর্ক করতে হবে। এটা নাকি ওই পরিবারের দীর্ঘ দিনের প্রথা।
তিনি আরো জানান, এতে রাজি না হলে তাকে মারধর করা হত।
পুলিশের কাছে ওই মহিলা অভিযোগ করে জানান, একাধিক বার ভাসুর নিরঞ্জন সেন তাকে ধর্ষণ করেছে। তাতে মদত জুগিয়েছে তার স্বামী।
ইতিমধ্যে ওই দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু গ্রেপ্তারের সময় উল্টো চড়াও হয় ওই দুই ভাই।
দুই ভাইয়ের পরিবারের দাবি, সম্প্রতি ওই বধূর ডির্ভোসের মামলা চলছিল। তাদের ফাঁসাতেই এমন মামলা করেছে ওই মহিলা। তবে সব কিছুর তদন্ত করে দেখছেন পুলিশ।