যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তজাতিক মাতৃভাষা দিবস ।

379

এস এম সোলায়মান, অরলান্ডো, ফ্লোরিডাঃ শহীদ বেদীতে ফুল দেয়া, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অংগ রাজ্যের বাংলাদেশী অধ্যুষিত অরলান্ডোতে পালিত হয়েছে আন্তজাতিক মাতৃভাষা দিবস।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় অরলান্ডোর ওবিটি আহমেদ রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে অনুষ্ঠিত ভাষা দিবসের আয়োজন করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম ইকবাল।  সাধারণ সম্পাদক ফখরুল আহসান শেলী র সঞ্চালনায় ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন করিমুজ্জমান, একে এম রুমেল, মোহাম্মদ জসিম। শামসুর রহমান শামুর প্রানবন্ত সঞ্চালনায় একুশের কবিতা আবৃত্তি করেন লাবনী ও লিপি। দেশের গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী মিজান,ফারজানা, পল্লী ইসলাম,তালাত ও বাচ্চু। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আবিদ, ইলিয়াস ঠাকুর,কনক, শাহজাহান কাজী, টিটু, তাহেরসহ অনেকে। রাত সাড়ে ১০টায় অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগ,বাংলাদেশ সোসাইটি,বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। আমার ভাইয়ের রক্তে রাংগানো একুশে ফেব্রুয়ারী… গানটি সম্মিলিত কন্ঠে গেয়ে উঠেন। স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মার্চ মাস ব্যাপী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগসহ অংগ ও সহযোগি সংগঠন।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here