উহানের পুরো জনসংখ্যার করোনা পরীক্ষা সম্পন্ন, শনাক্ত ৩০০

312
উহানের পুরো জনসংখ্যার করোনা পরীক্ষা সম্পন্ন
ছবি: সংগৃহীত

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌ করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে বাস করা এক কোটি মানুষের করোনা ভাইরাস পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ১৯ দিনে শহরটির পুরো জনসংখ্যার করোনা পরীক্ষা করা হয়।

জানা গেছে, উহান শহরে এক কোটি মানুষের ওপর পরীক্ষার পর ৩০০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তবে ওই ৩০০ জনই উপসর্গহীন করোনায় আক্রান্ত ছিলেন। আর ওই ৩০০ করোনা আক্রান্তের সংস্পর্শে আসা ১ হাজার ১৭৪ জনকে পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

এই বিষয়ে চীনে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সহকারী পরিচালক ফেং জিজিয়ান বলেন, এটা শুধু উহানের মানুষের মধ্যে নিশ্চিন্ত বোধ তৈরি করবে না, পু্রো চীনের মানুষের মধ্যে এটি আত্মবিশ্বাস বাড়াবে।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here