পেগাসাস নিয়ে ন দফা প্রশ্নে সংসদের ভিতরে, রাজ্যে ঝড় তোলার নির্দেশ অভিষেক বন্দোপাধ্যায়ের

173

দৈনিক আলাপ আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে সাংসদ সুখেন্দু শেখর রায় এর বাড়িতে তৃণমূল সাংসদদের নিয়ে লাঞ্চঅন বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোর, যশবন্ত সিনহাও। অভিষেক দলের সাংসদদের ন দফার প্রশ্ন হাতে তুলে দিয়ে বলেন, প্রতিদিন একটি করে প্রশ্ন করে সংসদ উত্তাল করে দিতে হবে। অন্য দলের সাংসদদের সঙ্গে নেয়ার পরামর্শ দেন অভিষেক। পেগাসাস নিয়ে ন দফার প্রশ্নে আছে- এই সফটওয়্যার কি সরকারের কোনও দপ্তর কিনেছিল? কেনা হয়ে থাকলে কবে কেনা হয়েছিল? এখন এই পেগাসাস ব্যবহার করা হচ্ছে কিনা? কাদের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হত? কতদিন ধরে এই সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে? কোন উদ্দেশ্য নিয়ে তথ্য অনুসন্ধান করা হত? কোন আইনে এই কাজটি হত? ডেটা সংগ্রহ করতেন কারা? ফর্মালি ও ইনফর্মালি কাদের ওপর দায়িত্ব ছিল বিষয়টি দেখভালের? অভিষেক বলেন, এই প্রশ্ন গুলির উত্তর না পাওয়া পর্যন্ত সংসদ অচল রাখতে হবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, এই প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে দিতেই হবে।      

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here