১৮ই নভেম্বর রোববার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের পশ্চিম পুকুর মাঠের আমজাদ আলীর ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
চৌগাছা থানার এসএম আকিকুল ইসলাম জানিয়েছেন, বিকেল চার টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে ধান কাটতে যায়। এ সময় তারা বোরকা পরা এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বিকেল ৫ টার দিকে লাশটি উদ্ধার করে,পরে মহিলার মরদেহ ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।হত্যার ক্লু উদঘাটনে চেষ্টা চলছে, পরে বিস্তারিত বলা যাবে।