দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার মেয়রসহ সাতজন কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি দৃষ্টিগোচর হলে স্ব-প্রণোদিত হয়ে অভিযোগটি আদালত আমলে গ্রহণ করেছে। অভিযুক্ত মেয়রসহ সাত কাউন্সিলরের অনিয়ম সংক্রান্ত বিষয়ে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।
জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে বরাদ্দকৃত ১৩৫০ প্যাকেট ত্রাণ কুমারখালীর মেয়রের নিকট থেকে কাউন্সিলররা গ্রহণ করেন। পরে এসব ত্রাণ তালিকাভুক্তদের মধ্যে বিতরণ না করে দেয়া হয় অন্যদের। এ ঘটনায় পুলিশ সুপার এর কার্যালয়ের জেলা বিশেষ শাখার গোপন অনুসন্ধানে উঠে আসে ত্রাণ বিতরণে অনিয়মের এ চিত্র।
পৌরসভার মেয়র ছামসুজ্জামান অরুন জানান, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম করা হয়নি। তবে বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই তদন্তপূর্বক প্রকৃত সত্য করে আদালতেই তা নিষ্পত্তি হবে বলে তিনি জানান।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।