বিশেষ প্রতিনিধি: দেশের ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ পাঁচটি বড় প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা, ১টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধনের পর সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা নতুন প্রজন্মকে এমনভাবে শেখাতে চাই যারা বিশ্বে প্রতিযোগিতামূলক বাজারে তাল মিলিয়ে চলতে পারে। এজন্য প্রযুক্তির শিক্ষাটা একান্তভাবে দরকার। কর্মক্ষমতা ও কর্মসংস্থান বাড়াতে নতুন নতুন ক্ষেত্রও আমাদের প্রয়োজন।
এ সময় তিনি বলেন, বিদ্যুতের উৎপাদনে বাড়াতে কাজ করছে সরকার। মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, এর ওপর একটি ভিডিওচিত্র পরিবেশন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এ এন এম জিয়াউল আলম।