দৈনিক আলাপ ওয়েবডেস্ক: ঢাকাসহ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ শনিবার (২৩ মে) আবহাওয়া পূর্বাভাসে তাপমাত্রা বাড়ার তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি জানান, আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে দেশের সমুদ্রবন্দর, নদীবন্দরে কোনও সতর্কবার্তা নেই। দেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম জেলায় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।