দৈনিক আলাপ ওয়েবডেস্ক: জাতীয় চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে। বৈঠকে ১৪৪১ হিজরি সনের পবিত্র জিলকদের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভার আয়োজন করেছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হল।
টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।