ঢাকা প্রতিনিধি: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহা) লেখা বইয়ের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এসকে সিনহা মনগড়া কথা বলছেন। তিনি সত্য বললে প্রধান বিচারপতি থাকা অবস্থায় এসব বলেননি কেন?
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যখন কেউ ক্ষমতায় থাকে না তখন তারা অন্তর্জ্বালা, বেদনা থেকে অনেক কথা বলেন। এখন তিনি (এসকে সিনহা) যা বলছেন, তা প্রধান বিচারপতি থাকা অবস্থায় কেন বলেননি? বিদায় নিয়ে কেন পুরনো কথা নতুন করে যা খুশি তাই বলছেন?
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় না থাকার অন্তর্জ্বালা মেটানোর জন্য তিনি (সিনহা) এসব বলছেন। তার মন্তব্যে মাথা ঘামাবে না সরকার। উনি যে ভুতুড়ে কিছু কথা বলছেন এটা আমাদের দেশের মানুষকে বিশ্বাস করতে হবে এটা আমি মনে করি না। এর কোনও যৌক্তিক বাস্তবতা নেই
তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি দেশে-বিদেশে নাশকতার ষড়যন্ত্র করছে। সরকার নামানোর চক্রান্ত করছে।