এর নাম কি জীবন ?
সাহানুকা হাসান শিখা
তিলে তিলে শেষ হয়ে যাওয়ার
নাম কি জীবন?
শরীরের প্রতিটি ভাঁজে অসহ্য যন্ত্রনার
নাম কি জীবন?
হৃদয়ের চারপাশে অজস্র রক্তক্ষরনের
নাম কি জীবন ?
চলার পথে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার
নাম কি জীবন?
সঙ্গিবিহীন বিনিদ্র প্রতিটি রাতের
নাম কি জীবন?
হঠাৎ করে বদলে যাওয়া পরিস্থিতীর
নাম কি জীবন ?
সুখের কল্পনায় ভেসে কষ্ট সয়ে যাওয়ার
নাম কি জীবন?
নিজের সকল ইচ্ছা- অনিচ্ছা বিসর্জন দেওয়ার
নাম কি জীবন ?
নিজে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার
নাম কি জীবন ?