ঢাকা প্রতিনিধি: জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে না, তাদের করা সব দফা ভিত্তিহীন এবং অযৌক্তিক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘তাদের সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে সরকার থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে।’
সিলেটে ঐক্রফ্রন্টের সমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ঐক্যফ্রন্ট জনগণের মধ্যে সাড়া জাগাতে পারেনি। জনগণের সাড়া না থাকলে কোনও আন্দোলন সফল হয় না, এবং যারা আন্দোলনে সফল হয় না তারা নির্বাচনেও সফল হতে পারে না।’